
গাজীপুরে ০২ প্রতারকের বিরুদ্ধে খুনের হুমকীসহ অর্থ আত্মসাতের মামলা
গাজীপুর মহানগরীর মেট্রোপলিটন সদর থানায় ০২ প্রতারকের বিরুদ্ধে খুন জখমের হুমকীসহ সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের মামলা হয়েছে। গত বুধবার (২২ জানুয়ারী) মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ইয়াছিন গাজী।
মামলায় আসামীরা হলেন- ঢাকার বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রোজেক্টের ৮ নং রোডের রিভিউ প্রোডাক্টস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ নাজীর আহমেদ খাঁন(৩৮) ও উনার সহযোগী টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার মোঃ আবুল বাসার পলাশ(৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজির আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে গাজীপুর সদর উপজেলায় স্থানীয় এজেন্ট(ডিলার) নিয়োগের জন্য আবুল বাশার ভুক্তভোগীকে প্রস্তাব করে। তাদের প্রস্তাবে সরল মনে রাজি হলে কোম্পানীর নির্ধারিত ব্যাংকে ৫ লাখ টাকা ডিপোজিট/জামানত রাখতে বলে। এরপর গত ২০২৩ সালের ১৭ জুলাই উত্তর বিলাসপুর এলাকায় ভুক্তভোগী বাদীর বাসায় নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন কর ২ প্রতারক ৫ লাখ টাকা গ্রহণ করে। এর কিছুদিন পর এই ২ প্রতারক প্রতারণা ও অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ করার উদ্দেশ্যে কৌশলে ডাচ বাংলা ব্যাংক লিঃ জয়দেবপুর শাখার মাধ্যমে আরো ২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। এরপর থেকে ২ প্রতারক ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে। ভুক্তভোগী এই দুই প্রতারকের সাথে মোবাইল ফোনসহ বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। এতে দুই প্রতারণা ক্ষীপ্ত হয়ে ভুক্তভোগীকে খুন জখম করার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী ইয়াছিনের দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ ধারায় সদর থানায় ৩৫ নং মামলা রুজু হয়।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন আরাফাতের সাথে যোগাযোগ করলে উনি জানান, পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
এ সংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন এ আলম জানান, আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।