সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

গাজীপুর মহানগরীতে পূর্ব বিরোধের জেরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৭ মে) জিএমপি সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন মোঃ আনোয়ার হোসেন সৌরভ।

অভিযোগকারী আনোয়ার মহানগরীর সদরের সাহাপাড়া এলাকায় বসবাস করে। তিনি গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত আছেন। হুমকিদাতারা হল- টাংকিরপাড় এলাকার জালাল, ভুরুলিয়া এলাকার শাহজাহান, গাছা থানার সাইনবোর্ড এলাকার ইব্রাহীম।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ মে) বেলা ১২ টার দিকে আনোয়ার তথ্য সংগ্রহ করতে গাজীপুর বিআরটিএ অফিসে যায়। বের হওয়ার সময় রাজবাড়ী মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর আনোয়ারকে পথরোধ করে
মারমুখী আচরণসহ খারাপ ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলাসহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।

এ অবস্থায় সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এসংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn