শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্ৰেফতার

গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্ৰেফতার

 

গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির আলামতসহ ৪ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া)।

জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানার পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল হোসেনের কাছ থেকে একটি ২০ মি.মি লোহার রড ও ০১ টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, আসামী আসলামের কাছ থেকে ০১ টি ২০ মি.মি. লোহার রড়, আসামী মোঃ আরিফ মিয়ার কাছ থেকে ০১টি কালো রংয়ের প্লাস্টিকের হাতলযুক্ত চাকু এবং আসামী মোঃ আনিসের কাছ থেকে ০১টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা পুলিশকে জানায়,
নিয়মিত ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসতেছে। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি বাসন থানা ৩০ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ধৃত এই ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বাসন ও সদর থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn