বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে গুজব ছড়িয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে শ্রমিকরা

গাজীপুরে গুজব ছড়িয়ে ঢাকা ময়মনসিংহ মহা
সড়ক অবরোধ করে শ্রমিকরা

 

সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুরে মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্যানারোমা অ্যাপারেলস পোশাক কারখানায় কর্মরত এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এসময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহনে আগুন দেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

ওই নারী শ্রমিকের মৃত্যুর পর কারখানা কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে গুজব ছড়িয়ে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল আটটার দিকে কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। এক পর্যায়ে শ্রমিকরা ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা গার্মেন্টেস ফ্যাক্টরির বাইরে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ওই মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল দশটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের সব পোশাক কারখানায়। বোর্ড বাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং গাজীপুর জয়দেবপুর সড়ক ও গাজীপুর টাঙ্গাইল সড়কের উভয় পাশে প্রায় অর্ধ শতাধিক পোশাক কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn