সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরের হোতাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত -২ আহত -১

গাজীপুরের হোতাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত -২ আহত -১

 

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায ২৮ মার্চ শুক্রবার সকাল ৭টার দিকে সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পিকআপের চালকের সহকারী ও অপর এজজন মুরগি ব্যবসায়ী। আহত লোকটি পিকআপটির চালক।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনা ফলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত পিকআপ চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।

সালেহ আহমেদ আরও বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn