
গাজীপুরের সালনায় ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুর মহানগরের সালনা এলাকায় রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনা ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান,খবর পেয়েছি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চারটি চাকাই লাইনচ্যুত হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি সালনা ব্রিজের কাছে পৌঁছালে একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গমুখী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।
Post Views: ৩৫