
গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা ময়মনসিংহ রুটে টেনে চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি পৌঁছালে টেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ কাজ করে এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলছে।