সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরের শিববাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

গাজীপুরের শিববাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

গাজীপুরের শিববাড়ি এলাকায় সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারী শিশুসহ
২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ আরও ৪ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা য়ায়, অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অটোরিকশাতে থাকা নারী ও শিশু যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহত সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি চাপা দেয়।

কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন আরও জানান, অটোরিকশাতে থাকা নারী ও শিশু যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহত সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে নিহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn