রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরের কোনাবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২

গাজীপুরের কোনাবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ আহত ২

 

 

গাজীপুরের কোনাবাড়ীতে রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস ও অপর দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে অটোরিকশায় থাকা পাঁচ জন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে তাকওয়া নামক বাস ও অটোরিকশার মধ্যে একটি গুরুতর সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn