সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

 

গাজার যুদ্ধবিরতি বেশিদিন বহাল থাকবে কিনা এ বিষয়ে নিশ্চিত নন সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন যে, গাজা যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন। এছাড়া ‘এ যুদ্ধ আমাদের নয়’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়, শপথ গ্রহণের পর ওভাল অফিসের প্রথম দিনে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যুদ্ধবিরতির চুক্তিটি তিনটি পর্যায়ে থাকবে সে বিষয়ে কতটা আত্মবিশ্বাসী ট্রাম্প। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই। কেননা এটি আমাদের যুদ্ধ নয়। এটি তাদের যুদ্ধ। আমার মনে হয় তারা অন্যদিকে খুবই দুর্বল।’

তবে ট্রাম্প মত দেন, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরাইলে নজিরবিহীন হামলা চালানোর পর হামাস এখন ইসরাইলি পাল্টা হামলায় অনেকটাই ‘দুর্বল’ হয়ে পড়েছে। ট্রাম্প বলেন, ‘আমি গাজার একটি ছবি দেখেছি। দেখে মনে হয়েছে, সেখানে অসংখ্যবার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’ হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করা রিপাবলিকান ওই নেতা আরও জানান, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ‘অসামান্য’ পুনর্নিমাণের মধ্য দিয়ে যাবে গাজা। সমুদ্রের কাছে অবস্থিত অসাধারণ একটি জায়গা সেটি (গাজা)—আবহাওয়াও সেরা। আপনারা জানেন, সেখানে সবকিছুই ভালো। আমার মতে, জায়গাটিকে নিয়ে খুব সুন্দর কিছু কাজ করা সম্ভব’।

প্রসঙ্গত রবিবার বেলা সাড়ে ১১টা থেকে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি। মোট তিন ধাপে কার্যকর করা হবে এটি। চুক্তির প্রথম ধাপের শর্ত অনুযায়ী প্রথম সপ্তাহে ইসরাইলি তিন নারী জিম্মির বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ৯০ জন ফিলিস্তিনি। এদের সকলেই নারী ও শিশু। গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রূপরেখা অনুযায়ী চুক্তিটি সাজানো হয়, যার ভিত্তিতে মধ্যস্থতাকরীরা হামাস এবং ইসরাইলের সঙ্গে আলোচনা শুরু করেন। দীর্ঘ আলোচনার পর ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র এক দিন আগে এ সপ্তাহের রোববার থেকে এই চুক্তি কার্যকর করা হয়েছে। মধ্যস্থতাকরীর আলোচনায় বাইডেন প্রশাসনের সঙ্গে শেষ পর্যায়ে ট্রাম্পের প্রতিনিধিও যুক্ত ছিলেন। চুক্তি বাস্তবায়নের সময় ইসরাইলকে প্রবল সমর্থনের কথা জানিয়েছেন ট্রাম্প।

বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য অধিকৃত পশ্চিম তীরে কিছু কট্টর অবৈধ ইসরাইলি অধিগ্রহণকারীদের (সেটলার) বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছিল। তবে নিজের প্রথম কর্মদিবসের অন্যতম পদক্ষেপ হিসেবে নির্বাহী আদেশের মাধ্যমে এই বিধিনিষেধ বাতিল করেন ট্রাম্প।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn