শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে করবালার মাহফিল অনুষ্ঠিত

নগরীতে সৈয়দ সলিমুল্লাহ শাহ রোডের বশর মার্কেট রেল গেইট সংলগ্ন হামজারবাগ- বিবিরহাট পাটলাইশ এলাকায় গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে শোহাদায়ে কারবালার স্মরণে এক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) এটি দ্বিতীয় অধিশন ছিলো। এই অধিবেশনে সত্যের পতাকাকে উড্ডীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন “ইমাম হোসাইন “কারবালার যুদ্ধ হল হক বাতিলের যুদ্ধ প্ৰকৃত সত্যকে প্ৰতিষ্ঠিত করবার জন্য প্রয়োজনে সর্বত্র ত্যাগ হবে, এটাই কারবালার মাহফিলের অন্যতম শিক্ষা।

এ বিষয়কে সামনে রেখে আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণে নগরীর হামজারবাগ- বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ধারাবাহিক ভাবে ৫ দিনব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের আলোচনা সভা আজ ২য় দিবস সম্পন্ন হয়।

২৫ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব হতে গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহস্থ মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে কারবালা উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি- অধ্যক্ষ আসলাম হোসেন, মোহাম্মদ বাদশা আলম। প্রধান আলোচক ছিলেন হযরতুল আল্লামা শাহাজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ) নায়েবে সাজ্জাদানশীন। বিশেষ আলোচক- হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ মিশকাতুল ইসলাম কাদেরী,হযরতুল আল্লামা মোহাম্মদ তরিকুল ইসলাম,আজিজিয়া মাদরাসা অনুষ্ঠানে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু,কেন্দীয় পর্ষদ সদস্যের মধ্যে শেখ মজিবুর রহমান বাবুল, কামাল উদ্দিন আহমদ,মোকসেদুর রহমান দুলাল, হযরতুল আল্লামা কাজী হাবীবুল হোসাইন,আশরাফুজ্জামান আশরাফ, আলহাজ্ব নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দীকি,কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ সদস্যের মধ্যে মোহাম্মদ ওমর ফারুখ, আহসান উল্যাহ চৌধুরী ভিবন,শওকত হোসাইন রুবেল, ডাঃ বরুন কুমার আচার্য, খুরশিদ আলম,মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী, মাওলানা ইলিয়াছ হোসাইনী, মুনতাসির মহসিন জামী,কাজী হোসাইন মোস্তফা, মোহাম্মদ সোহেল মাহমুদ পারভেজ, সাইফুল ইসলাম।বিভিন্ন জোন সমন্বয়কারীবৃন্দ, স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন – সৈয়দ আবু আহমদ। মাহফিলে কোরআন তেলাওয়াত করেন – সাখাওয়াত হোসেন, নাতে রাসুল (দঃ) মাওলানা মোহাম্মদ মুনাওয়ারুল ইসলাম। মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন কামরুল হাসান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn