রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে সভাঅনুষ্ঠিত

সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির কর্মকর্তা শেখ শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী।
প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির কর্মকর্তা অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, আহসানুল হক বাদল, হুমায়ুন কবির চৌধুরী, এএম কামাল উদ্দীন, মওলানা আবুল মনছুর, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল কবির, আবদুল করিম, আবুল কাশেম, খায়রুল ইসলাম সুজন, ওলানা আলী আসগর, আইএইচ মোহাম্মদ মিয়া, মোহাম্মদ সোহেল চৌধুরী, হাফেজ আবু মুছাসহ সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী প্রস্তুতি সভায় আগামি ২৭ জিলক্বদ (১৭ জুন) হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর চান্দ্রবার্ষিকী ওরশ সফল করার লক্ষে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
গাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে সভা
শুক্রবার বাদ জুমা হযরত শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এঁর কন্যা, অছীয়ে গাউছুল আজম হযরত শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এঁর সহধর্মীনী এবং সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র মাতা শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন এঁর বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn