শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে শোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল

আওলাদে রাসুল (সা:), আওলাদে গাউসুল আযম, হাজত রাওয়া,মুস্কিল কোশা, ফানাফিল্লাহ্, বাকাবিল্লাহ্, শাহানশাহ্ হযরত সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারী (ক:) কাবার পবিত্র অর্ধ-বার্ষিক ফাতেহা ও পবিত্র শোহাদায়ে কারবালার মাহফিল ফটিকছড়ির সন্ন্যাসীর হাটস্থ গাউছিয়া শাহাজাহান মঞ্জিলে যথাযথ মর্যাদায় মহাসমারোহে উদযাপিত হয়।

মাহফিলে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ এস্কান্দার মির্জা চৌধুরী (মুকুট) মাইজভান্ডারী। মোনাজাতের পর সেমা মাহফিল ও তবারুক বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদা সৈয়দ সেকান্দার মির্জা চৌধুরী (মহান) মাইজভান্ডারী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn