
গামী ১২ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা, ২৬ মে ২০২৩ শুক্রবার, বাদ জুমা, বাবাভা-ারী কেবলা কাবার শাহজাদী, অছিয়ে গাউসুুলআজম মাইজভা-ারীর সহধর্মিণী, উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ.)’র ওফাত বার্ষিকী উপলক্ষে খাদেমুল ফোকরা ফাউন্ডেশন ও আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (মঃ)র প্রকাশ (ছোট হুজুর) ছদারতে প্রতিবছরের ন্যায় “জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা শরীফ” যথাযোগ্য মর্যাদা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আঞ্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী সকল খাদেমান, গোলামান, আশেকে গাউছে মাইজভান্ডারীদেরকে যথাসময়ে আদব সহকারে উপস্থিত হয়ে গাউসুলআজম মাইজভান্ডারীর ফয়েজ, রহমত হাসিলের জন্য বিনীতভাবে আহবান করছি। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বাগে হোসাইনীতে পবিত্র খতমে কুরআনুল কারিম,মিলাদ শরীফ, বাদ জুমা- হুজুর কেবলার সদারতে বাগে হোসাইনীতে জিয়ারত মিলাদ শরীফ শেষে হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর পবিত্র রওজা পাকে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।