সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালকে মারধর: ইউপি চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালকে মারধর: ইউপি চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সাঁওতাল নারীকে মারধর এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ-সহ সকল পর্যায়ের সদস্য পদ থেকে থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ (রবিবার, ৫ জানুয়ারি) জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সই করা নোটিশে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে মাহমুদুন নবী টিটুল বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য রফিকুলকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এর আগে, গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে রাজবিরাট আদিবাসী পাড়ার এক সাঁওতাল নারীকে মারধর এবং সেই রাতে তাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানায় চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn