রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মিছিল- সমাবেশ

গাইবান্ধায় নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মিছিল- সমাবেশ

 

একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন,বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন।

এসময় বক্তব্য রাখেন,বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ,বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী,সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধরণ সম্পাদক রেবুতি বর্মন,সদস্য আব্দুল্যাহ সরকার, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তপন কুমার বর্মন,বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক,বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা একতরফা নির্বাচন বর্জন,আওয়ামী সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী,নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো,সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn