
পশ্চিমবঙ্গে গলায় কইমাছ আটকে যুবকের মৃত্যু
গলায় কইমাছ আটকে অকালে প্রাণ গেল এক যুবকের। সোমবার (১২ মে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার তিলপি গ্রামে। মৃত যুবকের নাম আজিজুর মোল্লা (২২)। জানা যায়, পেশায় দর্জি আজিজুর গ্রামেরই একটি ডোবাই মাছ ধরেছিলেন। একটি মাছ ধরার পরে সেটাকে মুখের মধ্যে রেখে অপর একটি মাছ ধরার জন্য তিনি চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত মাছটি পিছলে গলায় আটকে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় আজিজুরের। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জয়নগর থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
Post Views: ৬১