শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

 

 

এবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসামরাজ‍্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ন‍্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ‍্য অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাত ২টা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের মরিগাঁও, ভুপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। গুয়াহাটি সহ আসামের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত আসাম। এটি “সিসমিক জোন ফাইভ” এর অন্তভুর্ক্ত। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায়। এমনকি কম্পন অনুভূত হয়েছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ  ও। এর উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। তীব্রতা ছিল ৫•১। মাত্র ২ দিনের ব‍্যবধানে এবার ভূমিকম্প আসামে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn