মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি : আজ থেকে জয়া বাংলা বলবো

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি :
আজ থেকে জয়া বাংলা বলবো

মা লতিফা সিদ্দিকীর ২১তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী।
মা লতিফা সিদ্দিকীর ২১তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলবো।

শুক্রবার (৪ এপ্রিল) টাংগাইলের কালিহাতীর ছাতীহাটিতে তার মা লতিফা সিদ্দিকীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বড় ভাই সাবেক মন্ত্রী ও কালিহাতী আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, মেয়ে কুঁড়ি ও কুশি সিদ্দিকীসহ সিদ্দিকী পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং কৃষক শ্রমিক জনতালীগের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নেতাকর্মী।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn