সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গণমাধ্যমকে ভবিষ্যতে সেলফ ডিফেন্স সামনে রেখে কাজ করতে হবে

চট্টগ্রামে মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, সেলফ ডিফেন্স সামনে রেখে সেল্প সেন্সর থেকে বের হয়ে এসে মানুষের কল্যাণে গণমাধ্যম কাজ করবে।

গণমাধ্যম কর্মীদের সেলফ সেন্সর তৈরি হয়েছে, তা থেকে বের হয়ে আসাটা কঠিন। সেলফ ডিফেন্স তৈরি করে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে এটাই গণমাধ্যমের আদর্শ ও দর্শন। বক্তারা বক্তব্যে আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ঘেরাজালে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা বর্তমান সময়ে কেউই মুক্ত নয়।

দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ’র সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীরের সঞ্চালনায় গত ৩ মে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ একটি মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মোস্তফা নুর। এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক কাজী হুমায়ুন, কবি শিহাব ইকবাল, মাঈনুদ্দিন আহমদ, ইমরান সোহেল, কবি অভিলাষ মাহমুদ, জহিরুল ইসলাম, মো. তারেক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn