
ডাকাত সন্দেহে ঢাকার নবাবগঞ্জে তিনজনকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এতে একজন নিহত ও দুইজন আহত হন। শনিবার ভোরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চক খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, রিয়াজুল ওরফে রিজু (২৮)। রিজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগা গ্রামের পাচু মন্ডলের ছেলে।
আহতরা হলেন, নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে কোরবান (৫৫) ও চরভদ্রাসন উপজেলার চরমজুদা গ্রামের শেখ আনছার আলীর ছেলে হাসান (২৭)।
Post Views: ১২২