
গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর স্টেশন রোড বিআরটিসি মার্কেট এলাকায় পূর্বঘোষিত গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় অতর্কিত হামলার প্রতিবাদে গত ১৯ জুলাই বিআরটিসি মার্কেটের জেএসডির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নগর জেএসডির সভাপতি মুজতবা কামাল। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সহসভাপতি ক্যাপ্টেন (অব.) শহীদ উদ্দিন মাহাবুব, যুগ্ম আহŸায়ক মো. আবু তাহের, দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহŸায়ক অধ্যাপক মো. ইসহাক উদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুগ্ম আহŸায়ক মো. এয়াকুব, এম আবদুল বাতেন, রেজাউল করিম। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দলদের জোট গণতন্ত্র মঞ্চ বিএনপির যুগপৎ আন্দোলনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দেশের আইনী শাসনের প্রতি আস্থা ও গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে আহŸান জানান। বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির উপর হামলা। একই দিনে ল²ীপুরে পদযাত্রায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আহŸান জানান।