রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই; তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই; তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় আলী আহমদ মার্কেট ও মার্কেট সংলগ্ন কয়েকটি দোকান। অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি সেলুন দোকানে প্রথম আগুন দেখতে পান তারা। পরবর্তীতে সেটি আশেপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তার এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পরে সকাল ছয়টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে আলী আহমদ মার্কেটের প্রায় সবগুলো দোকান এবং আশেপাশের কিছু দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানী আক্তার হোসেন বলেন,’ অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। কসমেটিক, আইসক্রিম, টীল-সহ কয়েকটি দোকান আমার। অগ্নিকাণ্ডে সব পুড়ে গেছে। নগদ ৫ লক্ষ টাকা সহ প্রায় ৩০লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে আমার’।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুদি দোকানী দেলোয়ার হোসেন বলেন, ‘ আগুনে আমার সব শেষ হয়ে গেছে। দোকানে প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ছুটে এসে অগ্নি নির্বাপনের কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তিন ঘন্টা পর সকাল ছয়টার দিকে আমরা অভিযান সমাপ্ত ঘোষণা করি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn