শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

গঙ্গাসাগরে হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩

গঙ্গাসাগরে হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩

 

গঙ্গাসাগরে এসে পুণ‍্যার্থীর অস্বাভাবিক মৃত্যু। আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। অসুস্থ আরও ৩ জন। কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। গঙ্গাসাগর মেলায় ক্রমশ বাড়ছে ভিড়। এরই মাঝে দুর্ঘটনা। মেলায় শামিল হয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারি। রবিবার (১২ জানুয়ারি ) সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নামখানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। সেখানেই অবদেশকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, মেলায় এসে অসুস্থ হয়ে পড়া আরও ৩ তীর্থযাত্রীকে এদিন এয়ার লিফট করে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn