
গঙ্গায় স্নান করতে গিয়ে লালগোলায় জলে ডুবে মৃত্যু দুই কাকাতো ভাইয়ের
মুর্শিদাবাদের লালগোলা ব্লকের শীতের নগরে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই কাকাতো ভাইয়ের। মৃতদের নাম হুমায়ুন শেখ (২৩) ও আসলাম শেখ (১৬)। তারা কলকাতার ঠাকুরনগর এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসে ঘটল এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বেলায় গঙ্গায় স্নান করতে নেমে হঠাৎই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও বিষাদের আবহ ছড়িয়ে পড়ে। সকাল দশটা নাগাদ পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জিতের বাবা ও আত্মীয়।
Post Views: ৫৮