শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

খুলনা-সাতক্ষীরা মহাসড়ককে চার লেনে উন্নীত করা হোক

খুলনা-সাতক্ষীরা মহাসড়ককে চার লেনে উন্নীত করা হোক

 

বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মাসেতু চালুর পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ চালু ও নতুন নতুন পরিবহন যুক্ত হওয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।

কিন্তু সে তুলনায় সড়কের সক্ষমতা বাড়ানো হয়নি। ভাঙাচোরা ও ঢেউ খেলানো সংকীর্ণ সড়কে দুর্ঘটনা এখন নিত্যসঙ্গী! সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে! বিগত এক বছরের জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত দুর্ঘটনার খবরগুলো পর্যালোচনা করলেই এর প্রমাণ মেলে।

অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। এ অবস্থায় সড়কটিকে ‘চারলেনে’ উন্নীত করার কোনো বিকল্প নেই। আমাদের দেশের প্রেক্ষাপটে একটি প্রকল্প বাস্তবায়ন হতে যেহেতু দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখনই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ না করলে খুলনা, সাতক্ষীরা ও যশোরের একাংশের মানুষেকে দীর্ঘমেয়াদে ভুগতে হতে পারে।

প্রচলিত কথার সাথে সুর মিলিয়ে বলতে হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না! তাই অবিলম্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়ককে সার্ভিস লেনসহ ছয়লেনে উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সাতক্ষীরা জেলা বাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn