রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

খুনের হুমকি পেয়ে দেশ ছাড়া, ভারতে বাংলাদেশি নাবালিকা গ্রেফতার 

খুনের হুমকি পেয়ে দেশ ছাড়া, ভারতে বাংলাদেশি নাবালিকা গ্রেফতার

 

ইসকনের ভক্ত হওয়ায় লাগাতার খুনের হুমকি। প্রাণ বাঁচাতে কাঁটা তার পেরিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফ এর হাতে গ্রেফতার বাংলাদেশের নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ফতেপুরে।  রাতেই রায়গঞ্জে হোমে পাঠানো হয়েছে নাবালিকাকে। গত কয়েকমাস ধরে মৌলবাদীদের তান্ডবে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। পদ্মাপারের হিন্দুরা চাইছেন কোনওক্রমে ভারতে পৌঁছতে। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এই পরিস্থিতিতেই মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাতে ভারতে প্রবেশ করে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা নাবালিকা। জানা যায়, তার পরিবার ইসকনের ভক্ত। অভিযোগ, শুধুমাত্র এই অপরাধেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। বাবা মা ২ জনেই অসুস্থ। তাই মেয়েকে বাঁচাতে কী করবেন তা বুঝতে পারছিলেন না তাঁরা। শেষে মেয়েকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাতে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের চোপড়ায় প্রবেশ করে নাবালিকা। কিন্তু জওয়ানদের হাতে ধরা পড়ে যায় সে। নাবালিকার কাছে গোটা ঘটনা শুনে জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা তাঁর আত্মীয়ের ফোন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে রায়গঞ্জের হোমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাবালিকার আত্মীয়েরা ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn