অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির একটি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে সোমবার দিবাগত রাতে হাসপাতালে নেওয়া হয়। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। পরে চিকিৎসদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া অসুস্থ বোধ করায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।