সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

 

খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

১৪মে ২০২৫ (বুধবার) “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান- জিরুনা ত্রিপুরা।

প্রধান অতিথি ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান উদ্বোধন করেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এবং জেলা পর্যায়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে প্রদর্শিত হয় বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প, যা বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিককে তুলে ধরে।আগামী ১৬ মে ২০২৫ (শুক্রবার) সকাল দশটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn