বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে পাহাড় ধস,নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়িতে পাহাড় ধস,নিম্নাঞ্চল প্লাবিত

 

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ডুবে গেছে মেরুং ইউনিয়নের সোনাহামপুর, চিটাগাংপাড়া ও মেরুং বাজারের একটি অংশ।

রবিবার (১ জুন) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নেন্সি বাজার মোড়ে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও ইসলামি আন্দোলনের সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে তাদের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, ‘ভুয়াছড়ি ও গোগড়াছড়িসহ বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমরা দ্রুত রেসপন্স করেছি। নেনসি বাজার সড়কটি খুবই গুরুত্বপূর্ণ—এখনো অপসারণ কাজ চলমান।’

তিনি আরও জানান, সদর উপজেলায় উন্মুক্ত তিনটি আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুভূতি চাকমা জানান, গত ২৪ ঘণ্টায় ৯.৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।ভোররাত থেকে খাগড়াছড়িতে টানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn