শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লেখিকা ভিক্টোরিয়া মারা গেছেন

রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আহত ইউক্রেনের এক লেখিকা মারা গেছেন। পুরস্কারজয়ী এই লেখিকার নাম ভিক্টোরিয়া অ্যামেলিনা (৩৭)। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লেখকদের সংগঠন পেন ইউক্রেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কের একটি পিৎজা রেস্তোরাঁয় গত মঙ্গলবার চালানো হামলায় আহত হন অ্যামেলিনা। রিয়া পিৎজা নামক জনপ্রিয় রেস্তোরাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী।
ওই সময় কলম্বিয়ার সাংবাদিক ও লেখকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে খাবার খাচ্ছিলেন ভিক্টোরিয়া। হামলায় রেস্তোরাঁটি বিধ্বস্ত হলে সেখানে থাকা লোকদের মধ্যে ১২ জন নিহত হয়। এ ছাড়া ভিক্টোরিয়াসহ প্রায় ৬০ জন আহত হয়।
ইউক্রেনের জনপ্রিয় তরুণ লেখকদের একজন ছিলেন ভিক্টোরিয়া। লেখকদের সংগঠন পেন ইউক্রেন জানায়, দেশটিতে গত বছর পূর্ণ মাত্রায় রুশ হামলা শুরু হলে সম্ভাব্য যুদ্ধাপরাধ নথিভুক্তের কাজ করে আসছিলেন ভিক্টোরিয়া। সেই সঙ্গে রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার জন্য প্রচার চালিয়ে আসছিলেন তিনি।
ভিক্টোরিয়া তার সাহিত্যকর্মের জন্য একাধিক পুরস্কার পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাহিত্য পুরস্কার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn