সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ক্ষুদিরাম এক্কা এর মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের শোক প্রকাশ

ক্ষুদিরাম এক্কা এর মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদের শোক প্রকাশ

 

জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলার সাপাহার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ক্ষুদিরাম এক্কা আজ ৪ ডিসেম্বর ২০২৪,(প্রায়) বিকেল ৩:০০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ০৭ নং ওর্যাডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার নিজ বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলা তিলনা ইউনিয়ন জিনারপুর গ্রামে কাল ৫ ডিসেম্বর ২০২৪ দুপুর, ১২:০০ টায় (সমাধিস্থ) শেষকৃত্ত অনুষ্ঠিত হবে।

তার অকাল মৃত্যুতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি গভীরভাবে শোকহত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। সেইসাথে তার মৃত্যু আত্মার শান্তি কামনা করে। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা র্তির্কি, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কোষাধ্যক্ষ মার্টিন মুরমু, দপ্তর সম্পাদক নকুল পাহান, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরনে এবং সদস্য অজিতকুমার মুন্ডা, সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং বাবু সহ প্রমুখ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, ২৯ নভেম্বর ২০২৪ তারিখে ব্রেনস্ট্টোক করে মাথায় রক্ত খরণের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে ১৪ নং ওয়ার্ডে পরে ০৭ নং নিউরোমেডিসিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn