ক্ষমা না চাইলে খেলা নয়, বাংলাদেশকে হুশিয়ারি দিন্দার
বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন অশোক দিন্দা। জাতীয় দলের প্রাক্তন পেসার তথা বিজেপি বিধায়কের দাবি, গোটা ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে, ততদিন যেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে। সেটা নিশ্চিত করতে বিসিসিআইকে ও যথাযথ পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন দিন্দা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের তেরঙ্গা মাটিতে ফেলে মাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের আমজনতা। ঢাকার এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। বাংলাদেশিদের চিকিৎসা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ি ডাক্তাররা। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় পতাকার অপমানে গর্জে উঠলেন ভারতের পশ্চিমবঙ্গের ময়নার বিধায়ক দিন্দা। জাতীয় দলের প্রাক্তন প্রেসার বুধবার (১১ ডিসেম্বর ) বলেন, ” বাংলাদেশে যেভাবে জাতীয় পতাকার অবমাননা হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। জাতীয়দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করছি, এই ঘটনার প্রতিবাদে পদক্ষেপ করা হোক। লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যতদিন পর্যন্ত না বাংলাদেশ বোর্ড লিখিতভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত সেদেশের সঙ্গে ভারত যেন কোনও দ্বিপাক্ষিক সিরিজ না খেলে।”