
ক্লাসরুমে সিঁদুর দানের ভিডিও ভাইরাল, ” চক্রান্ত ” দাবি অধ্যাপিকার
ক্লাসরুমে অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পড়ানোর ভিডিও ভাইরাল করার নেপথ্যে পিছনে চক্রান্ত রয়েছে, এমনটাই দাবি করলেন ওই অধ্যাপিকা। একব্যক্তি চক্রান্ত করেই ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন বলে দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( ম্যাকাউট) এর মনস্তত্ত্ব বিদ্যার সেই অধ্যাপিকা। গোটা ঘটনায় যেভাবে তাঁর সম্মানহানি করা হল, তার বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) থেকে সামাজিক মাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, অধ্যাপিকার পরনে লাল বেনারসি, গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায় এক কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কিভাবে এই আচরণ করলেন অধ্যাপিকা তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের আবহে ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছেন কলেজ কৃর্তপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল। এই প্রসঙ্গে ওই অধ্যাপিকা জানান, গোটা বিষয়টিই ” ফ্রেশার্সের” একটি অঙ্গ ছিল। নাটকে একটি বিষয়ে দৃশ্য ছিল সেখান থেকেই শুধু সিঁদুর দানের অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। অধ্যাপিকা এই ঘটনার তদন্তের দাবি করেছেন।