
দুই বছর আগে ‘জি লে জারা’ ছবি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল । ছবির প্রধান তিন চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে নির্বাচনও করা হয়েছিল। এই ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে ১০ বছরের বিরতিও ভাঙার কথা বলেছিলেন ফারহান আখতার।
এত কিছুর পরও ওলটপালট হয়ে গেল ফারহানের সব পরিকল্পনা। কারণ একে একে এই ছবি থেকে সরে পড়ছেন কেন্দ্রীয় চরিত্রের তারকারা। শুরুতে প্রিয়াঙ্কা; এবার ক্যটরিনাও সরে দাঁড়িয়েছেন ‘জি লে জারা’ ছবি থেকে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
একটি ছবির জন্য সব রকম প্রস্তুতি নেওয়ার পর যদি বছরের পর বছর বসে থাকতে হয়, এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতে পারে না। একের পর এক শুটিংয়ের তারিখ বদলানোয় অন্যান্য ছবির কাজও ঠিকভাবে করতে পারছেন না। তাই বাধ্য হয়েছেন ‘জি লে জারা’ ছবি থেকে সরে দাঁড়াতে।
Post Views: ১৩৮