
কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাৎ : নেতৃত্বে বাবা ও ছেলের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান
স্বৈরাচারী হাসিনার দোসর চাঁদাবাজ কোস্টারহেজ শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী অবৈধ সাধারণ সম্পাদক ইদ্রিস কেরানি ও তার ছেলের বিচারের দাবি করছেন কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যবৃন্দ। তার সাথে যারা জড়িত তার ছেলে কার্যকারী সদস্য রুবেল থান ও আরমান সহ সকল দোসরদের সহযোগী হিসেবে তাদের বিচার ও আইনের আওতায় আনার দাবি জানান। সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের কাছে স্মারকলিপির মাধ্যমে এই অভিযোগ উপস্থাপন করেন এবং অবৈধ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে শ্রমিকদের কষ্টার্জিত সংগঠনের অর্থ লুটপাট করেন। তার সচিত্র সহকারে সংবাদপত্রের মাধ্যমে শ্রমিকদের সামনে উপস্থাপন করেন দুর্নীতির সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানান। এতে উপস্থিত ছিলেন মোঃ মুসা, মোহাম্মদ বাবলু, শফিকুর রহমান, আহমাদুল্লাহ, আব্দুর রহমান, আবু তাহের, আব্দুর রহিম, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, দিল মোহাম্মদ, রিপন, প্রমুখ। রোজার ঈদের পরে বৃহত্তর কর্মসূচি গ্রহণের জোর দাবি করেন। উপদেষ্টার কাছে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকেরা দাবি জানান। এর উত্তরে উপদেষ্টা এ এম নাজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, দুর্নীতিবাজরা সবসময় সুযোগ সন্ধানী হয়ে সুযোগ খোঁজে। এই ধরনের সুযোগ সন্ধানীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অতীতে কখনো আশ্রয়, প্রশ্রয় দেয় নাই, ভবিষ্যতে দেবে না। এ সময় তিনি আরো বলেন, যারা দুর্নীতি করে অবৈধভাবে সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ব্যবসা-বাণিজ্য করছে এবং শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে আইনের কাছে সোপদ্দ করে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করব। পরবর্তীতে যেন এ ধরনের কাজের সাথে কোন ব্যক্তি সংগঠনের স্বার্থ বিনষ্ট করে শ্রমিকদের অধিকার যেন খর্ব করতে না পারে সেজন্য যা যা করার দরকার আমরা শ্রমিকদের স্বার্থে উদ্যোগ গ্রহণ করব অচিরেই।