শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

কোলাঘাটের ভূমিপুত্র টুটুল মল্লিকের উদ্যোগে মানুষের প্রত্যাশা পূরণ হলো ২৫ বছর পর

কোলাঘাটের ভূমিপুত্র টুটুল মল্লিকের উদ্যোগে মানুষের প্রত্যাশা পূরণ হলো ২৫ বছর পর

 

আজ ১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট অঞ্চলে, কোলাঘাটের ভূমিপুত্র টুটুল মল্লিকের উদ্যোগে, ২৫ বছরের প্রত্যাশা পূরণ করলেন খেলার মাঠ সংস্কার করে। বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে দিনরাত এক করে প্রস্তুত হচ্ছে কোলাঘাটের ফুটবল মাঠ। টুটুল বাবুর তত্ত্বাবধানে খুব শীঘ্রই চালু হবে এই মাঠটি এমনটাই সংবাদ মাধ্যমে জানালেন।

জানা যায় একসময় কোলাঘাট ফুটবল মাঠে বহু ফুটবলার নিজেদের আত্মপ্রকাশ করেছিল এই মাঠ থেকেই, এই মাঠে ফুটবল প্র্যাকটিস করে ,জেলা, রাজ্য এমন জাতীয় স্তরে ফুটবলার তৈরি হয়েছিল। সেই সময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় খেলোয়াড়রা ফুটবল প্র্যাকটিসে মত্ত থাকতেন, এই মাঠে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টও হতো। শরৎ সেতুর কিছুটা দূরেই ছিল এই ফুটবল মাঠটি। হঠাৎ করেই ওই মাঠটিতে খেলা বন্ধ হয়ে যায়।

দেখতে দেখতে দীর্ঘ প্রায় 25 বছর বন্ধ হয়ে থাকে ওই মাঠটি, ঝিল বন জঙ্গল আর একপ্রকার জলাভূমিতে পরিণত হয়ে যায় আস্তে আস্তে। কোলাঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল একটা বড় ফুটবল গ্রাউন্ডের। যাতে করে নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করার ক্ষেত্র হয়ে ওঠে। ২৫ বছর পর সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে।

টুটুল বাবু জানালেন, এই মাঠ চালু হল , ফুটবল কোচিং ক্যাম্প থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ,যাতে করে কোলাঘাটের উদীয়মান ফুটবলার তৈরি করা যায়, ছোট ছোট ছেলেরা আবার নতুন করে এই মাঠে প্র্যাকটিস করবে। তাই নতুন করে এই কোলাঘাটের ফুটবল মাঠ সংস্কার হওয়ার কারণে রীতিমতো খুশি কোলাঘাটবাসী ও এলাকাবাসী এবং ছোট ছোট ছেলেমেয়েরা। সকাল থেকে সন্ধি পর্যন্ত ভিড় জমাবে এই সকল কচিকাঁচা ছেলেমেয়েরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn