শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কোরবানির গোশত বিতরণে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোরবানির গোশত বিতরণে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

আসন্ন ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে কোরবানির গোশত উপজেলাব্যাপী সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রায় অর্ধশতাধিক গরু কোরবানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইয়াতিমখানা, মাদ্রাসা, গুচ্ছগ্রাম ও পাড়া-মহল্লায় কোরবানির গোশত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রাস্টের চেয়ারম্যান ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইয়াতিমখানার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে নাসিরনগর উপজেলায় একাধিক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে—মসজিদ ও মাদ্রাসায় অজুখানা নির্মাণ, বাজার ও অসহায় পরিবারের জন্য বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, দরিদ্রদের নগদ অর্থ সহায়তা, শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম।

নাসিরনগরে এই প্রথম কোনো বেসরকারি ট্রাস্টের উদ্যোগে এতো বড় পরিসরে কোরবানির আয়োজন হচ্ছে, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এক নতুন দৃষ্টান্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn