শুক্রবার - ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালীতে মাদক বিরোধী অভিযানে ১১০ লিটার মদসহ গ্রেফতার ১

নগরীর কোতোয়ালী থানার মাদক বিরোধী অভিযানে বাবুল দাশ (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে ১১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আজ সোমবার (২২ মে) নগরীর কোতয়ালী থানাধীন
সিআরবি পুলিশ ফাঁড়িস্থ মালিপাড়ার উপরে মোড় সংলগ্ন এলাকায় বসতঘরে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে এসব মদ উদ্ধার করে।

আটক বাবুল দাশ চট্টগ্রাম জেলার মিরসরাই থানার সরকার টোলা গ্রামের ৫ নং ওয়ার্ডের ড্রাইবার বাড়ির মৃত ধীরেন্দ্র দাশের ছেলে। বর্তমানে সে কোতোয়ালী থানা এলাকার মালিপাড়া কলোনিতে থাকেন।

পুলেশ সুত্রে জানা গেছে, কোতোয়ালী থানায় এলাকায় অভিযান ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত ঘটনাস্থল হতে আসামী বাবুল দাশ(৩১) কে গ্রেফতার করেন এবং তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে ধৃত আসামি বাবুল দাশ(৩১) এর দেখানো মতে ১১০(একশত দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn