রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কোটালীপাড়া আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কোটালীপাড়া আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, সুখী সম্মৃদ্ধশালী দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। তাই দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছত্তারসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn