
কোটালীপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও শোভাযাত্রা
পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা শুভ নববর্ষ কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সকল কর্মকর্তা পুলিশ রাজনৈতিক নেতা-নেত্রী বিন্দু শিক্ষক -শিক্ষিকা শিক্ষার্থী সহ নানা শ্রেণীর পেশার প্রতিনিধিদের সমন্বয়ে সকাল ৮ঘটিকায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমি থেকে ব্যানার ফেস্টুন ও পহেলা বৈশাখের নানান বিধ উপকরণ হাতে নিয়ে বিভিন্ন রোড ঘুরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল )নব রূপে নব সাজে উপস্থিত সকলের পহেলা বৈশাখ বর্ষবরণ শোভাযাত্রা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাইনুল হক, কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ সহ বিএনপি -জামাত এর নেতা ও নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )মোঃ মাইনুল হক সকলকে উদ্দেশ্য করে বলেন আজকের তরুণ সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। সমাজ ও রাষ্ট্রের মূল চালিকা শক্তি আগামী বিশ্ব তথা দেশ গড়ার কারিগর কিন্তু অপসংস্কৃতি তাদের জীবনকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে।সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষিত সমাজকে সচেতন ও সোচ্চার হতে হবে। সর্বোপরি তরুণ-তরুণীদের সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এসো হে বৈশাখ ‘সহ নানা বর্ণিল সাংস্কৃতি পরিবেশনাও উপভোগ করেন আগত দর্শনার্থীরা।
পরে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।