শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় নবাগত ইউএনও সাগুফতা হকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মত বিনিময়

কোটালীপাড়ায় নবাগত ইউএনও সাগুফতা হকের সঙ্গে কর্মরত সাংবাদিকদের মত বিনিময়

 

নিজের দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কোটালী পাড়া উপজেলায় নবাগত ইউ এন ও সাগুফ্তা হক যোগদান করেন। যোগদান করে কোটালীপাড়া উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সভা করেন।
সোমবার (১৩ জানুয়ারি ) উপজেলা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক বৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যার সমাধানে তার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহবুব সুলতান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অংকন তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিন সহ মোহাম্মদ ইমরান হোসেন, একে কালাম নিজামি, হাসিবুর রহমান, সেলিম ও পঙ্কজ বিশ্বাস সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ইউ এন ও সাগুফতা হক বলেন আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোড় গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাব। সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn