
কোচবিহারে মদ্যপ বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের
রং খেলতে খেলতে আচমকা কথা কাটাকাটি। বন্ধুর গুলিতে প্রাণ গেল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু হয়েছে। জানা যায়, কোচবিহারের দিনহাটার জামাদার বস এলাকার পঞ্চকন্যার বাসিন্দা তপন বর্মন, শনিবার (১৫ মার্চ) সকালে এলাকায় বন্ধুদের সঙ্গে রং খেল ছিলেন তিনি। সেখানেই ছিল বন্ধন দাস নামে এক যুবক। সে তপনের বন্ধু বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন মদ্যপ অবস্থায় রং খেলার সময় কোনও কথাকে কেন্দ্র করে তপন ও বন্ধনের মধ্যে ঝামেলা বেধে যায়। তখনই আচমকা গুলি চালায় বন্ধন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তপন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। থমথমে ভাব বিরাজ করছে এলাকায়। পলাতক বন্ধন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর তম শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।