
কে শুনবে জাম্বিয়া খাতুনের এই আত্মনাদ…?
সাতক্ষীরায় ভুল চিকিৎসায় মৃত্যু ২.৫ লাখ টাকার ফ্রিজিয়ান গরুর, তদন্তে প্রাণিসম্পদ বিভাগ
সাতক্ষীরার সদর উপজেলার পার মাসখুলা গ্রামে ভুল চিকিৎসায় মারা গেছে একটি দামী ফ্রিজিয়ান জাতের গরু, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টায়, আম্বিয়া খাতুনের বাড়িতে।
জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে গ্রামের এক তথাকথিত আই টেকনিশিয়ান ও গ্রাম্য ডাক্তার মফিজুল ইসলাম গরুটিকে চিকিৎসা দেন। তবে ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগের কারণে কয়েক ঘণ্টার মধ্যেই গরুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল সাকিব বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।