রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কেশবপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

কেশবপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির দায়ে জরিমানা

 

যশোরের কেশবপুরে রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে গরুর মাংস ব্যবসায়ি মোঃ হাফিজুর রহমান (৪২) নামের এক গরুর মাংস বিক্রেতা কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও এজ্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ।উক্ত ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায় বুড়ি হাটি গ্রামের মাংস ব্যবসায়ি হাফিজুর রহমান একজন কৃষকের কাছ৷ থেকে রোগাক্রান্ত গরু মাত্র পাঁচ হাজার টাকায় ক্রয় করে জবাই করে বাজারে মাংস বিক্রির চেষ্টা করছিল। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরিফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গরুর মাংস ব্যবসায়ি হাফিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন কেশবপুর উপজেলা প্রানিস্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn