কেন্দ্রের কাছে আরএসএসের আর্জি বাংলাদেশের হিন্দুদের বাঁচান
বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠল আরএসএস। অমানবিক অত্যাচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। ভারত সরকারের উচিত, হিন্দুদের বাঁচাতে সম্ভাব্য সমস্ত রকম পদক্ষেপ করা। বিবৃতি দিয়ে আর্জি জানাল আরএসএস।বিবৃতিতে বলা হয়েছে, ” বাংলাদেশে যেভাবে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীরা খুন, ধর্ষন, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে সেটা ভীষন উদ্বেগজনক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই হিংসার নিন্দা করেছে। বাংলাদেশের সংখ্যালুঘদের উপর ঘৃণ্য এই আক্রমণ রুখতে কোনও পদক্ষেপ না করে সেদেশের সরকার ও অন্যান্য এজেন্সি নীরব দর্শকের ভূমিকায়। বাংলাদেশের হিন্দুদের উপর নতুন করে অন্যায় এবং অবিচারের স্রোত বয়ে যাচ্ছে।” চিন্ময় প্রভুর গ্রেপ্তারি প্রসঙ্গে ও বাংলাদেশ সরকারের তুলোধোনা করেছে আরএসএস। সংঘের বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময়প্রভু শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। যেভাবে বাংলাদেশ সরকার তাঁকে গ্রেফতার করেছে সেটা অন্যায়। সংঘ বাংলাদেশ সরকারের কাছে আর্জি দ্রুত অবিলম্বে মুক্তি দেওয়া হোক।” আরএসএস মনে করছে, বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে ভারত সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। ভারত সরকার কে উদ্দেশ্য করে বলা হয়েছে, ” ভারত সরকারের কাছে আমাদের আবেদন, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন রুখতে সম্ভাব্য সবরকম চেষ্টা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে বিশ্বমঞ্চে এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। এই সংকটের সময় ভারতসহ সমস্ত আন্তর্জাতিক মঞ্চের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। বিশ্বভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সবদেশের সরকারের এগিয়ে আসতে হবে।”