বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিল

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে কেন্দ্রীয় মিছিল

 

আজ ১৫ই মে বৃহস্পতিবার, ঠিক বিকেল পাঁচটায়, ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত, কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ভিত্তিক ফেডারেশন ও ১২ ই জুলাই কমিটির ডাকে, কেন্দ্রীয় মিছিল করলেন।

এই মিছিলে অংশ নেন, সি আই টি ইউ, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ সহ অন্যান্যরা।
মিছিলের প্রথম ভাগে ছিলেন অনাদি সাউ, সুভাস দাস, অশোক দাস,প্রভাস ঘোষ সহ অন্যান্যরা।

এই মিছিলের প্রধান উদ্দেশ্য হলো, শ্রম কোড বাতিল সহ, ২০মে ধর্মঘটের সতেরো দফা দাবী এবং শান্তি সম্প্রীতি ও মানুষের ঐক্য বজায় রাখতে , জাতি ধর্ম-বর্ণ ভাষা নির্বিশেষে মেহনতি মানুষের সংগ্রামী ঐক্য গড়ে তুলতে, কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতি প্রতিহত করতে আমাদের এই মিছিল ও আগামী দিনে ধর্মঘটের ডাক। কয়েকশো শ্রমিক কর্মচারী মিছিলে পা মেলান।

আপনারা জানেন, যেভাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, দেশকে ধ্বংসের মুখে নিয়ে চলছে, একদিকে চাকরি লুট, শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে কল কারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, রেল ব্যাংক বীমা বেসরকারী করন হয়ে যাচ্ছে, ২৯টি শ্রম আইন প্রত্যাহার করে শ্রমিক স্বার্থ আইন চালু করে, শ্রমিকদের বিপদ ফেলার চেষ্টা করছেন, একচেটিয়া পুজি পতিদের স্বার্থরক্ষার দিকে নজর দিয়েছেন। এদিকে দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে , জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে, খাদ্য ঔষধ থেকে শুরু করে গ্যাস পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, আমরা এর বিরোধিতা করি, অবিলম্বে এই সকল জিনিস গুলি সাধারণ মানুষের স্বার্থে ঠিক করা হোক। হীন চক্রান্ত বন্ধ হোক। এবং অশ্লীলতা মদ মাদকদ্রব্যের সম্প্রসারণ রোধ করতেই আমাদের এই আন্দোলন। ও ধর্মঘট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn