শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তাফার ঈদ সামগ্রী বিতরণ

 

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তাফা । অনুষ্ঠানে বিশেষ মুনাজাত করেন মাইজভান্ডার দরবার শরীফের সন্তান সৈয়দ মাওলানা বশির উদ্দিন মাইজভান্ডারী।ঈদ সামগ্রী বিতরণকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা বলেন, এটি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবার বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনায় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় ফটিকছড়িবাসীর জন্য ঈদ উপহার।একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা হায়নাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছিলেন তারা আবারও বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন।এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং উন্নত বাংলাদেশ গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে।ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn