বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে কেন্দুয়া পৌরসভার ডাকবাংলো সংলগ্ন পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে র‍্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এর আগে কেন্দুয়া হানাদার মুক্ত দিবস অমর হোক, অমর হোক শ্লোগানে র‍্যালীটি কেন্দুয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এসে মিলিত হয় ।

এরপরই শুরু হয় মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক ভূঞার সভাপতিত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ৭ ডিসেম্বরের বীরত্ব গাঁথা গল্প নিয়ে নাতিদীর্ঘ এক আলোচনা সভা ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার (লালাচান), মোঃ কাদির বাঙালী প্রমুখ ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী । দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় আমরা সদা প্রস্তুত । তারা আরো বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও কেন্দুয়া হানাদার মুক্ত দিবসের প্রকৃত ইতিহাস জানতে হবে । তবেই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাবে ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, আঃ আজিজ, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ আবু সিদ্দিক , আঃ ছাত্তার, মোঃ রুহুল আমীনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn