রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে খুন

কেন্দুয়ায় তুচ্ছ ঘটনায় মামার হাতে ভাগনে খুন

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামার হাতে ভাগনে খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া (৩০) একই গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত হারুনের সঙ্গে সহোদর মামা হক মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

শনিবার বিকেলে হারুন মিয়া মামার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মামাতো ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি হয়। এ নিয়ে মামা হক মিয়া ও তার লোকজন হারুনের বাড়িতে হামলা চালায়। হামলায় হারুন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

হারুনের মৃত্যুর পর থেকে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn